ফুলে ফুলে ঢ'লে ঢ'লে - Bengali Lyrics
ফুলে ফুলে ঢ'লে ঢ'লে বহে কিবা মৃদু বায়, তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায় পিক কিবা কুঞ্জে কুঞ্জে কুহূ কুহূ কুহূ গায়, কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়!