Aamar jaabar belay pichhu daake - lyrics in English & Bengali | আমার যাবার বেলায় পিছু ডাকে - Bengali Lyrics
আমার যাবার বেলায় পিছু ডাকে - Bengali Lyrics
আমার যাবার বেলায় পিছু ডাকে
ভোরের আলো মেঘের ফাঁকে, ফাঁকে
পিছু ডাকে পিছু ডাকে
পিছু ডাকে.
আমার যাবার বেলায় পিছু ডাকে
বাদল প্রাতের উদাস পাখি, ওঠে ডাকি
বনের গোপন শাখে শাখে
পিছু ডাকে পিছু ডাকে,
পিছু ডাকে
আমার যাবার বেলায় পিছু ডাকে.
ভরা নদী ছায়ার তলে
ছুটে চলে খোঁজে কাকে
পিছু ডাকে
ভরা নদী ছায়ার তলে
ছুটে চলে খোঁজে কাকে
পিছু ডাকে.
আমার প্রাণের ভিতর সে কে
থেকে থেকে
বিদায় প্রাতের উতলাকে
পিছু ডাকে পিছু ডাকে
আমার যাবার বেলায় পিছু ডাকে
আমার যাবার বেলায় পিছু ডাকে
ভোরের আলো মেঘের ফাঁকে ফাঁকে
পিছু ডাকে পিছু ডাকে, পিছু ডাকে
আমার যাবার বেলায় পিছু, ডাকে
Aamar jaabar belay pichhu daake - Lyrics in English
Aamar jaabar belay pichhu daake
Bhorer aalo megher phnaake phnaake.
Baadolpraater udaas paakhi otthe daaki.
Boner gopan shaakhe shaakhe, pichhu daake.
Bhara nodi chhaayar tale chhute chale -
Khnoje kaake, pichhu daake.
Aamar praaner bhitar se ke theke theke
Bidayipraater utalake pichhu daake.