Amar hiar majhe lukiye chile- bengali lyrics | আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে- bengali lyrics

আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে- bengali lyrics

 

 

আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাই নি,
তোমায় দেখতে আমি পাই নি।
বাহির-পানে চোখ মেলেছি, আমার হৃদয়-পানে চাই নি॥
আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়
তুমি ছিলে আমার কাছে, তোমার কাছে যাই নি॥
তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়
আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন হেলায়।
গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখসুখের গানে
সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাই নি॥

 

Related Articles