Bhalobasi bhalobasi- bengali lyrics | ভালোবাসি, ভালোবাসি- bengali lyrics

ভালোবাসি, ভালোবাসি- bengali lyrics

 

ভালোবাসি, ভালোবাসি-
এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি।।
আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে,
দিগন্তে কার কালো আঁখি আঁখির জলে যায় ভাসি।।
সেই সূরে সাগরকূলে বাঁধন খুলে
অতল রোদন উঠে দুলে।
সেই সুরে বাজে মনে অকারণে
ভুলে-যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদন-হাসি।।

Related Articles